কলকাতায়
প্রৌঢ়ের ফোন পেয়ে বন্ধুর আত্মহত্যা রুখল পুলিস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত ২টো।
লালবাজারের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। গণেশ জয়সওয়াল নামে এক ব্যক্তির
আর্তি, তাঁর বন্ধু আত্মহত্যা করতে চলেছেন, দয়া করে বাঁচান তাঁকে। গণেশের
আবেদনে সাড়া দিয়ে তৎপর হয়ে ওঠে লালবাজার। তাঁর কাছ থেকে বন্ধু নীরজ সিংয়ের
(৫২) বাড়ির ঠিকানা নেওয়া হয়। দেখা যায় এলাকাটি পর্ণশ্রী থানার
অন্তর্গত। সেকেন্ডের মধ্যে কন্ট্রোল রুম থেকে ফোন যায় থানায়। এই সময়
ডিউটি অফিসার ছিলেন প্লাদেন ভুটিয়া। ফোন পেয়ে তিনি সময় নষ্ট করেননি। অল্প
সময়ের মধ্যে তিনি মহারাণী ইন্দিরা দেবী রোডে নীরজ সিংয়ের আবাসনে পৌঁছে
যান। ওই প্রৌঢ় আত্মহত্যা করতে যাচ্ছেন, এই খবর তখন এলাকার অনেকেই জেনে
গিয়েছেন। আবাসনের ছাদে আত্মহত্যার জন্য যাওয়া নীরজকে ক্ষান্ত করতে মই
দিয়ে উপরে ওঠেন ওই অফিসার। সঙ্গে স্থানীয় লোকজন। নীচে ঝাঁপ দিয়ে
আত্মহত্যা করার আগেই তাঁকে উদ্ধার করে পুলিস। নীরজকে নিয়ে আসা হয় থানায়।
তাঁর সঙ্গে কথা শুরু করেন অফিসাররা। চলতে থাকে কাউন্সেলিং। জানা যায়,
তাঁর পরিবহণের ব্যবসা আছে। স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছে।
সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী বিহারে চলে গিয়েছেন কয়েক মাস আগে। তিনি এখানে
একাই থাকেন। স্ত্রীকে নীরজ কথা দিয়েছিলেন, ২০ আগস্ট বিহার যাবেন।
স্ত্রী-সন্তানকে কলকাতা নিয়ে আসবেন। স্ত্রী বুধবার রাতে ফোন করে জানতে
চান, নীরজ আসছেন কি না। ওই যুবক জানান, তিনি যাবেন না। এই নিয়ে স্ত্রীর
সঙ্গে চুড়ান্ত অশান্তিও হয়। এরপর ফোন কেটে দিয়ে ঘরে বসে মদ্যপান করেন।
সিদ্ধান্ত নেন, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। বন্ধু গণেশকে ফোন করে
সে কথা জানান। এরপরই বিষয়টি জানাজানি হয়। জানা যায়, তাঁর মা ও ভাই
থাকেন বন্দর এলাকায়। গভীর রাতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় নীরজকে।
নিজস্ব চিত্র
বর্তমান
২১/০৮/২০২০
শেয়ার করেছেন :- প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন