বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

তিতুমীর, বর্তমান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়, ওয়াহাবী আন্দোলনের ধারক ও বাহক ছিল


তিতুমীর, বর্তমান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়,  ওয়াহাবী আন্দোলনের ধারক ও বাহক ছিল































প্রণব কুমার কুণ্ডু



তিতুমীর, বর্তমান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়, ওয়াহাবী আন্দোলনের ধারক ও বাহক ছিল।
ওয়াহাবী আন্দোলন একটি মুসলিম ধর্মীয় আন্দোলন, যা অতি গোঁড়া, অতি চরমপন্থী এবং মৌলবাদী।
ওই আন্দোলন একটা একেশ্বরবাদী উপাসনার জন্য, কেবল ইসলামি পুনর্জাগরণ !
এই আন্দোলনের বিশ্বাসিরা, ইসলামের মূলধারা থেকে বিচ্যুতদের, কোরানের ও হাদিসের বর্ণিত পথে, নিয়ে আসতে, বা ফিরিয়ে আনতে, চায় !
নচেৎ গর্দান যায় !
তিতুমীর ধর্মোন্মাদ ও হিন্দুবিদ্বেষী ছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন