মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

ভেলু নাচিয়ার


   প্রণব কুমার কুণ্ডু










ভেলু নাচিয়ার


 ফেসবুক থেকে      শেয়ার করেছেন        প্রণব কুমার কুণ্ডু



*ইতিহাসে উপেক্ষিতা*

রানি লক্ষ্মীবাই কত বীর বিক্রমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন , তার বর্ণনা ইতিহাস বইয়ের পাতায়-পাতায় । কত সিনেমা , বই তাঁকে নিয়ে ।

কিন্তু প্রথম যে রানি ব্রিটিশদের হারিয়ে নিজরাজ্য পুনরুদ্ধার করেছিলেন , তাঁকে যেন ভুলেই গিয়েছে সকলে ।

নাম তাঁর #রানি_ভেলু_নাচিয়ার ।
তামিলনাড়ুর শিবগঙ্গা প্রদেশের রাজা রামনাদ সেলামুথু সেতুপতির কন্যা এই ভেলু ।
পুত্রসন্তান না থাকায় রাজা মেয়ে ভেলুকেই সমরবিদ্যা , ঘোড়ায় চড়া , তিরন্দাজি শিখিয়েছিলেন ।
বিজ্ঞানচর্চা থেকে শুরু করে ইংরেজি , ফরাসি এবং উর্দুতেও পারদর্শী ছিলেন ভেলু । ষোল বছর বয়সে ভেলুর বিয়ে হয় শিবগঙ্গাই মন্নার মুথুভাদুগনাথুরের সঙ্গে । #ভেলাচি নামে তাঁদের একটি কন্যাসন্তানও হয় ।
১৭৭২-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করে শিবগঙ্গা দখল করে এবং ভেলুর স্বামীকে নির্মম ভাবে হত্যা করে ।

কোনোরকমে ছোট্ট মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচেন ভেলু এবং আশ্রয় নেন নিন্দুগলের জঙ্গলে । কিন্তু নিজের রাজ্য ফিরে পাওয়ার এবং স্বামীর হত্যাকারীদের শাস্তি দেওয়ার চিন্তা তাঁকে রাতে ঘুমাতে দিতনা ।
তিলে তিলে একটি শক্তিশালী গেরিলা বাহিনী তৈরী করেন তিনি । দীর্ঘ আট বছর পর নিজের সেনা এবং মহিশুরের সুলতান #হায়দার_আলীর সহায়তায় তিনি আক্রমণ করেন শিবগঙ্গাই । তাঁর পালিত কন্যা #কুইল্লী সারা শরীরে দাহ্য তেল মেখে গায়ে আগুন ধরিয়ে ব্রিটিশ অস্ত্রাগারে ঢুকে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করে দেন ।

ভারতের ইতিহাসে কুইল্লীই প্রথম মানববোমা ।

যুদ্ধে ব্রিটিশদের হারিয়ে নিজের রাজ্য ভেলু পুনরুদ্ধার করেন ।
ভেলুর অন্য পালিত কন্যা #উদইয়ালও ব্রিটিশের বিরুদ্ধে এই যুদ্ধে প্রাণত্যাগ করেন । দুই মেয়ের স্মরণে ভেলু শুধুমাত্র মেয়েদের নিয়ে রাজ্যে একটি সেনাবাহিনী তৈরি করেন ।
ভারতের প্রথম মহিলা সেনাবাহিনীও হাতেকলমে এটিই ।
১৭৭৬-এ অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি ভেলু নাচিয়ার । কিন্তু জীবনের শেষ দিন অবধি বুক দিয়ে আগলেছেন শিবগঙ্গাই কে ।
এই বীরাঙ্গনাকে ইতিহাস মনে রাখেনি ।
তাঁর বীরগাথাও তাই দেশবাসীর কাছে থেকে গিয়েছে অজানা ।

(তথ্যসূত্র- *ইতিহাসে উপেক্ষিতা , অংশুমিত্রা দত্ত , আনন্দমেলা পুজো সংখ্যা ২০১৮ এবং Google )


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন