নিম্বার্ক বৈষ্ণবধর্ম
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
বহুকাল আগে, দক্ষিণ ভারত থেকে, সাধু নিয়মানন্দ বৃন্দাবনে এসেছিলান।
সাধু নিয়মানন্দ, বৃন্দাবনের এক নিম গাছের তলায় বসে, সাধনা শুরু করেছিলেন !
সেই সাধনায়, তিনি, সিদ্ধিলাভও করেছিলেন !
লোকে তখন তাঁকে, নিম্বাকাচার্য বলত, এবং নিম্বাকাচার্য হিসাবেই, তিনি খ্যাতিলাভ করেছিলেন !
তাঁর প্রতিষ্ঠিত বৈষ্ণব ধর্ম, নিম্বার্ক বৈষ্ণব ধর্ম হিসাবে বিখ্যাত !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন