সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

মদ খাওয়া সম্বন্ধে


মদ খাওয়া সম্বন্ধে




প্রণব কুমার কুণ্ডু



















প্রণব কুমার কুণ্ডু



মদ খাওয়া সম্বন্ধে সচেতনা বাড়াও।
'বিলাতি' মদ খাও !
পশ্চিমবঙ্গের সরকারি কোষের কোষাগারে ট্যাক্স-অর্জিত আয় বাড়াও।

পয়সায় না কুলোলে হাতের কাছে সস্তায় যা পাও, সেই দেশি মদ খাও ! 
পেলে চোলাইও খাও !

দেশি মদ খেলে দেশি শিল্প বাঁচবে !
যারা দেশি মদ বানায় সেই দেশি কারিগরেরা প্রাণে টিঁকবে !
পশ্চিমবঙ্গে দেশি মদ বানানোও একটা শিল্প ! দেশি শিল্প ! দেশি কুটির শিল্প !
সেই শিল্পের একটা সংস্কৃতিও আছে !
দেশি মদ তৈরি হলে, দেশি মদ বিক্রি হলে, দেশি সংস্কৃতি বাঁচবে !

আর সংবাদের শিরোনামে যদি আসতে চাও, তবে দেশি সংস্কৃতির দেশি চোলাই বিষমদ খাও !
সংবাদপত্রে, টিভিতে, লোকেদের মুখে মুখে, সে সংবাদ ছড়াবে !

পশ্চিমবঙ্গে বিষমদও খাওয়ার বস্তু !
অস্তু ! অস্তু ! তথাস্তু !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন