শনিবার, ২ নভেম্বর, ২০১৯

হিন্দুধর্মের পূজা-অর্চনায় এজেন্সি প্রথা


হিন্দুধর্মের পূজা-অর্চনায় এজেন্সি প্রথা




প্রণব কুমার কুণ্ডু




















হিন্দুধর্মের পূজা-অর্চনায় এজেন্সি প্রথা !

আপনি যদি হিন্দুধর্মে আসক্ত থাকেন, হিন্দুধর্মের পূজা-অর্চনায়, আপনাকে 'এজেন্ট' নিয়োগ করতে হবে !

এজেন্টরা দেব-দেবীর পূজার মাধ্যমে, আপনার ইপ্সিত কামনাগুলিকে পূরণ করার প্রচেষ্টা চালাবেন !

কে জানে, হয়তো সেই সব এজেন্টরা আপনাকে আপনার ভগবানের কাছেও পৌঁছে দেবেন !

এজেন্টরা পুরোহিত ব্রাহ্মণ। পূজারি ব্রাহ্মণ। পুরুত।

এজেন্টদের প্রাপ্য দক্ষিণায় ইনকামট্যাক্স কাটার সিস্টেম নাই ! জিএসটিও নাই ! এডুকেশন সেস নাই !

এই এজেন্সিপ্রথা আবার বংশপরম্পরায় প্রবহমাণ.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন