সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

সূর্য সৌরমাস রাশি রাশিচক্র


সূর্য সৌরমাস রাশি রাশিচক্র
#



#



















প্রণব কুমার কুণ্ডু
#

#
সৌরমাস।
সৌরমাস নির্ধারিত হয়. সূর্যের গতিপথের ওপর নির্ভর করে।
#
#
সূর্ষ।
সূর্যের ভিন্ন অবস্থান নির্ণয় করা হয়, আকাশের অন্যান্য নক্ষত্রের বিচারে।
#
#
রাশি।
প্রাচীন কালের ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা,  সূর্যের বার্ষিক অবস্থান আনুসারে, আকাশকে, কাল্পনিক ভাবে, ১২টি ভাগে ভাগ করেছিলেন।
এক একটি ভাগকে তারা নাম দিয়েছিলেন, 'রাশি'।
#
#
রাশিচক্র।
আর ১২টি রাশির সমন্বয়ে, এক বছরে, কাল্পনিক ভাবে,   যে পূর্ণ আবর্তন চক্র সম্পন্ন হয়, তার নাম দিয়েছিলেন রাশিচক্র। রাশিচক্র একটি কাল্পনিক বৃত্ত।
#
#
এই রাশিগুলির পরপর নাম :
মেষ
বৃষ
মিথুন
কর্কট
সিংহ
কন্যা
তুলা
বৃশ্চিক
ধনু
মকর
কুম্ভ
মীন।
#
#
সংক্রান্তি।
সূর্যের বার্ষিক অবস্থানের বিচারে, সূর্য কোন না কোন রাশিতে বিরাজমান হয়।
সূর্য কখনও একই সঙ্গে, দুইটি রাশিতে থাকে না।
এই বিচারে, সুর্যের পরিক্রমা অনুসারে, সূর্য যে দিন একটি রাশির ওপর তার গমন পথ শেষ করে  , সেই দিনটিকে বলে, ছেড়ে দেওয়া রাশি সম্পর্কিত মাসটির,  সংক্রান্তি। সংক্রান্তি মাসের শেষ দিন।
সংক্রান্তির শেষে,  সূর্যের, এক রাশি থেকে, অন্য রাশিতে গমন।।
#
#
মাস।
বৎসরের ১২ ভাগের এক ভাগ। স্থূল হিসাবে ৩০ দিন। মাসের দিনের সংখ্যা কম-বেশি হতে পারে। মাস দুই প্রকার। চান্দ্রমাস ও সৌরমাস।
#
#
চান্দ্রমাস।
শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা,  বা কৃষ্ণ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত কালকে চান্দ্রমাস বলে।
#
#
সৌরমাস।
সূর্যের এক রাশিতে অবস্থান কালকে সৌরমাস বলে।
#
#
বাংলা  পঞ্জিকার মাসগুলি :
বৈশাখ
জৈষ্ঠ
আষাঢ়
শ্রাবণ
ভাদ্র
আশ্বিন
কার্তিক
অগ্রহায়ণ
পৌষ
মাঘ
ফাল্গুন
চৈত্র।
#

#
প্রণব কুমার কুণ্ডু

******************************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন