বুধবার, ১০ জুলাই, ২০১৯

যূপকাষ্ঠ


যূপকাষ্ঠ



প্রণব কুমার কুণ্ডু













যূপকাষ্ঠ প্রতিষ্ঠা করার সময়, ছয়টি বেল গাছের শাখার সঙ্গে, ছয়টি পলাশ বা খয়ের গাছের ডাল, স্থাপিত করতে হত।

অশ্বমেধ যজ্ঞের যূপ নির্মাণে, একটি বহেরা গাছের শাখা, ও দুটি দেবদারু গাছের শাখাও, যোগ করার নির্দেশ ছিল।

যজ্ঞের পশুবন্ধনের খুঁটিকে, যূপ বলে।

অনেক সময়, আভিজাত্য বাড়ানোর জন্য এবং সৌন্দর্য বিধানের জন্য, যূপকাষ্ঠ স্বর্ণমণ্ডিতও করা হত।



* সূত্র : 'শ্রীমদ্‌বাল্মীকীয় রামায়ণ', পৃষ্ঠা ৩০, গীতা প্রেস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন