শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

মুসলিমদের জন্য ভারত ভাগ হয়েছিল।



মুসলিমদের জন্য ভারত ভাগ হয়েছিল।




প্রণব কুমার কুণ্ডু








প্রণব কুমার কুণ্ডু




মুসলিমদের জন্য ভারত ভাগ হয়েছিল।

জ্রওহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধির,  অত্যধিক আগ্রহের জন্য, ভারত ভাগ হয়েছিল !

সেই 'মুসলিম'-রাই, মুসলিম ঐতিহ্য সূত্রে,  অন্তত তিনজন, ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল।

ভারতের হিন্দুরা,  তার জন্য কি,  প্রায়শ্চিত্ত করেছিল ?


সেই ঐতিহ্যসূত্রের মুসলিম প্রধানমন্ত্রীর একজন, ভারতকে 'ধর্মনিরপেক্ষতা'র ফাঁদে ফেলে, 'সেক্যুলার' বানিয়েছিল !

একজন আবার, তামাম কাশ্মীরে, অদ্ভূত ধারা, ৩৭০ ধারা, লাগু করেছিল !

আরও অদ্ভূত ধারা, তামাম কাশ্মীরে,  ৩৫-এ ধারা, এনেছিল !

যারা ঐ দুইটি 'ধারা' আনতে সহযোগীতা করেছিল, তারা কি সবাই, সৎ ভারতীয় ছিল ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন