গল্প ( দুই )
আমার বিয়ে হয়েছে !
কিন্তু আমার স্ত্রীর গোত্রান্তর হয়নি !
গোত্রান্তর হয় নি কেননা গোত্রান্তরের দরকার পড়েনি !
কেননা আমরা দু'জনেই একই গোত্রের অন্তভুক্ত !
আমাদের তো দুই পরিবারের তরফে দেখেশুনে সামাজিক বিবাহ !
তাহলে আমার বাবা-মা এবং তাঁদের 'একান্ত' শুভানুধ্যায়ীরা সেই ব্যাপারে কি করেছেন ?
একগোত্রে বিবাহ কি শাস্ত্রসম্মত ? নতুন প্রজন্মের সন্তানসন্ততিদের জন্য স্বাস্থ্যসম্মত ?
জন্ম তো সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল অবস্থায় পর্যায়ীকরণ !
নাকি একগোত্রে বিবাহের ব্যাপারে ছিল কারও কারও ক্ষেত্রে ঘুষের মেরুকরণ ?
তাঁরা কি আমার এবং আমার সন্তানসন্ততির ক্ষতি করেছেন ?
এই ব্যাপারে কেউ কি কিছু বলবেন ?
মুখ খুলবেন ?
না মুখ বুঁজেই থাকবেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন