অপমৃত বিজ্ঞানীরা
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
কেচ্ছা - Keccha, The Knowledge Centre
ছোটা নবাবের বাচ্চা "তৈমুর" কখন হিসি করলো, কখন হাগু করলো, কী রঙের জামা পড়েছে, লাঞ্চে কি কি খেয়েছে, কোথায় ঘুরতে গেছে, কত টাকার জুতো পড়েছে এই ধরণের খবর গুলো নিয়মিতদেশের প্রথম সারির মিডিয়াতে বিস্তারিত ভাবে স্থান পায়।
অথচ দেশের এই চূড়ান্ত ক্ষয় ক্ষতির খবর গুলো বিস্তারিত ভাবে মিডিয়াতে শেষ কবে ঠাঁই পেয়েছে তা বলা মুশকিল। দেশের মিডিয়ার এই দ্বায়িত্ব জ্ঞান হীনতার কোন চিকিৎসা নেই। কারণ এই রকম মিডিয়াই এই দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
অথচ দেশের এই চূড়ান্ত ক্ষয় ক্ষতির খবর গুলো বিস্তারিত ভাবে মিডিয়াতে শেষ কবে ঠাঁই পেয়েছে তা বলা মুশকিল। দেশের মিডিয়ার এই দ্বায়িত্ব জ্ঞান হীনতার কোন চিকিৎসা নেই। কারণ এই রকম মিডিয়াই এই দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
Collected
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন