বৈদিক ও তান্ত্রিক
ভারতীয় আধ্যাত্মিক ভাবধারায়, দুইটি প্রধান ধারা বিদ্যমান।
বৈদিক ও তান্ত্রিক।
বৈদিক ধারার ভিত্তি বেদ, উপনিষদ, প্রভৃতি।
তান্ত্রিক ধারার ভিত্তি বিভিন্ন তন্ত্রশাস্ত্রগুলি।
বৈদিক ধারার পূর্ণতা ভগবদ্গীতায়।
তান্ত্রিক ধারার চরম পরিণতি 'সপ্তশতী চণ্ডী'তে ।
সপ্তশতী। সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক চণ্ডী গ্রন্থ।
বেদের অপর নাম 'নিগম'।
তন্ত্রের অপর নাম 'আগম'।
নিগম ও আগম থেকে, সকল শাস্ত্রজ্ঞান, নির্গত হয়েছে !
শাস্ত্রজ্ঞানের ব্যাপারে, ঐ উভয়-ই, নিখিল জ্ঞানভাণ্ডার।
* সূত্র : মহানামব্রত ব্রহ্মচারীর, 'চণ্ডী চিন্তা' থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন