সাংখ্য দর্শন ও বেদান্ত দর্শন
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
"কতগুলি কারণে, সংস্কৃত কলেজে, বেদান্ত ও সাংখ্য আমাদের পড়াতেই হয়।
কিন্তু সাংখ্য ও বেদান্ত যে ভ্রান্ত দর্শন, সে সম্বন্ধে এখন আর বিশেষ মতভেদ নেই।
তবে ভ্রান্ত হলেও এই দুই দর্শনের প্রতি হিন্দুদের গভীর শ্রদ্ধা আছে। সংস্কৃতে যখন এইগুলি পড়াতেই হবে, তখন তার প্রতিষেধক হিসাবে ছাত্রদের ভাল ভাল ইংরাজি দর্শনশাস্ত্রের বই পড়ানো দরকার।" --- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় !
সূত্র : অপূর্ব মণ্ডল, ফেসবুক। ( উৎস:- বিদ্যাসাগর চরিত, পঞ্চম সংস্করণ, চতুর্থ অধ্যায়)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন