রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

বৈষ্ণব সাহিত্যে পঞ্চবিধ ভেদ


বৈষ্ণব সাহিত্যে পঞ্চবিধ ভেদ



১। ঈশ্বরে ও জীবে ভেদ।
২ । ঈশ্বরে ও জড়বস্তুতে ভেদ।
৩। জীবে জীবে ভেদ।
৪ । জীবে ও জড়বস্তুতে,  বা চেতনে এবং অচেতনে, ভেদ।
৫ । এক জড়বস্তু হতে, অন্য জড় বস্তুতে, এবং সেইগুলোর বিভাগসমূহে  ( classifications-এ ) ভেদ।

এই পঞ্চবিধ ভেদ, বা, পঞ্চবিধ স্বাতন্ত্র্য, নষ্ট করে, অভেদ বা একত্ব তন্ত্র।



* সূত্র :  স্বামী সুন্দরানন্দের  'যোগচতুষ্টয়'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন