রানি পদ্মাবতী বনাম...
Ramprasad Goswami-এর পোস্ট শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
বানসালী সাহেব ---- যদি সত্যিই আপনাকে প্রেম কাহিনী নিয়ে মুভি করতে হয়, তো, আলাউদ্দীন খলজীর মেয়ে "ফিরোজা" , যিনি রাজকুমার বিরমদেবের প্রেমে পাগল ছিলেন --- তৈরী করুন না মুভি!
ঔরঙ্গজেবের মেয়ে কুমার ছত্রসালের প্রেমের পাগল ছিলেন! ঔরঙ্গজেবের নাতনী সফিউন্নিসা রাজকুমার অজিত সিংহের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার ঐতিহাসিক প্রেম কীহিনী!
নুর খুরাসনের কন্যা -- যিনি সম্রাট বিন্দুসারের দিওয়ানী ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী --- আছে হিম্মত?
ইল্তুতমিশার মেয়ে রাজপুত জাগীরদার চন্দ্রের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী!
ঔরঙ্গজেবের বোন ছত্রপতি শিবাজীর প্রেমে পাগল! ঔরঙ্গজেব সম্বন্ধ নিয়ে গিয়েছিলেনও --- শিবাজীর প্রস্তাব ছিল সে হিন্দু এবং বিবাহিত ! বানান প্রেম কাহিনী!
বানসালী সাহেব --- রাণী পদ্মাবতী এক বীর ক্ষত্রিয় রাণী --- যিনি সতীত্ব রক্ষা করার জন্যে জোহর করেছিলেন! উনি বনশালীর গর্ভধারিনীর মতো কোন নর্তকী ছিলেন না।
বানান প্রেম কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন