সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ভগবান বলে কথিত ( গদ্য )





ভগবান বলে কথিত ( গদ্য )


ভগবান বলে কথিত
শ্রীকৃষ্ণ
তাঁর মনের সংকল্প দ্বারাই, পৃথিবী, অন্তরীক্ষ ও স্বর্গকে বশে রাখতে পারতেন !

তিনি তাঁর, ইচ্ছাশক্তিতে, সমগ্র জগৎ, ভস্মীভূত করে দিতে পারতেন !

তিনি, কাল-চক্র ও জগৎ-চক্র ঘুরিয়ে দিতে সক্ষম হতেন !

তথাকথিত, ভগবান শ্রীকৃষ্ণই কাল, মৃত্যু এবং চরাচর জগতের একমাত্র অধীশ্বর হতে পারতেন !

কিন্তু এসব তিনি, কিছুই করে উঠতে  পারেন নি !

এক দ্রৌপদীর প্রেমে, বিভোর হয়ে, তিনি,  কাল কাটিয়েছিলেন !

ফাঁকতালে, এক ফালতু ব্যাধের তিরে, মাত্র একশো পঁচিশ বছর বয়সে, প্রাণ হারিয়ে, শহিদ হয়েছিলেন !

শহিদ হয়ে,  তিনি, সরাসরি, নরকে পৌঁছেছিলেন !




* কবিতার পটভূমি, 'তত্ত্ববিবেচনী', পৃষ্ঠা ৩৬১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন