চটি জুতো
Pranab Kumar Kundu
Pranab Kumar Kundu
শুধু হাওয়াই চটি নয়,যে কোন রকমের চটি, হাঁটাচলায় অসুবিধা সৃষ্টি করে !
Locomotor system-এর ওপর বিরূপ প্রতিক্রিয়া ঘটায় !
Gait-এর পরিবর্তন ঘটায় !
শিরদাঁড়া থেকে, পায়ের পাতা পর্যন্ত, নানান ধরণের সমস্যার সৃষ্টি করে !
জুতো পরতে হবে, 'টাইট' করে বাঁধা এবং হিলযুক্ত !
গোড়ালি সদর্পে মাটিতে ফেলে, হাঁটতে হবে !
তাতে পায়ের 'মাসলগুলো' এবং শিরদাঁড়ার নিম্ন ভাগ পর্যন্ত মাসলগুলোর ব্যায়াম হবে !
কে শুনবে ?
বয়স বাড়লে বুঝবে !
পরে পস্তাবে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন