সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

জয়-বিজয়


জয়-বিজয়



বিষ্ণুলোক, অর্থাৎ,  বৈকুণ্ঠ-এর  দারোয়ান, জয়-বিজয়,  ব্রাহ্মণ-সনকদের অভিশাপে, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নাম ধরে, অসুর হিসাবে, মর্ত্যে জন্মগ্রহণ করেছিলেন !

দু'জনেই ছিলেন সমর নিপুণ ও বিখ্যাত যোদ্ধা !

হিরণ্যাক্ষকে বধ করার জন্য, ভগবান শ্রীবিষ্ণু বরাহরূপ অবতার ধারণ করেছিলেন !

হিরণ্যকশিপুকে বধ করার জন্য, ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহরূপ অবতার ধারণ করেছিলেন !

জয়-বিজয়-ই অাবার, মহাবীর ও অমিত বিক্রম, রাবণ ও কুম্ভকর্ণ রূপে, জন্মগ্রহণ করে, দেবতাদেরও পরাজিত করেছিলেন !
তাঁদের বিরত্বের কথা, পৃথিবী শুদ্ধ লোক জানে !

ব্রাহ্মণদের অভিশাপ কি বস্তু,  তা আলোচ্য আখ্যান থেকে, জানা গেল !

সুতরাং, ব্রাহ্মণদের থেকে সাবধান !



* সূত্র : 'শ্রীরামচরিতমানস', গীতা প্রেস, পৃষ্ঠা ১৬৩-১৬৫।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন