শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

অসুর দেবতা ব্রা্‌হ্মণ বিষ্ণু ব্রহ্মা শিব এবং অন্যান্যরা


অসুর দেবতা ব্রাহ্মণ বিষ্ণু ব্রহ্মা শিব এবং অন্যান্যরা



অসুররা ভীষণদর্শন ছিলেন না ! তাঁরা স্বাস্থ্যবান শক্তিধর বলশালী যুদ্ধে পারঙ্গম ছিলেন !
রাবণ ব্রাহ্মণ ছিলেন !

দেবতারা যাঁদের পছন্দ করতেন না, তাঁদের গালাগালি দিয়ে  'অসুর'  বানিয়েছেন !
দেবতারা স্বার্থপর ! অলস ! খুঁটে খেতে পারেন না ! অসুরদের তুলনায় বলহীন ! দেবতারা যুদ্ধে, অসুরদের সাথে পেরে উঠতেন না ! হেরে যেতেন !
দেখুন না, পূজা, ফলমূল, মন্ত্র ইত্যাদি প্রশংসা বাক্য না দিলে, দেবতারা  'বশ'  মানেন না !

দেবতাদের  'এজেন্ট  '  হচ্ছেন, ব্রাহ্মণরা ! বিশেষত পূজারি ব্রাহ্মণরা !
তাঁরা বংশ পরম্পরায়, সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে, লোক ঠকিয়ে, চলেছেন !

দেবতা বিষ্ণু বলুন, বা বলুন, ভগবান বিষ্ণু, মোটেই  'ভালো' লোক নন ! বিভিন্ন পুরাণের গল্প থেকে তা জানতে পারবেন !

ভগবান ব্রহ্মা সম্বন্ধেও, সেই একই কথা খাটে !

দেবতা আর অসুরদের মধ্যে লড়াই মোটেই  'গাঁজাখুরি'  ছিল না ! লড়াই ছিল সত্যি সত্যি !

ভগবান ব্রহ্মা, নিজে আবার  দেবতাদের পৃষ্ঠপোষক ছিলেন !

ওপর মহলে, ব্রহ্মা, বিষ্ণু এবং কখনো কখনো শিব-কে নিয়ে ছিল একটা জোরদার  " সিন্ডিকেট " !

এঁদের মধ্যে, শুরুতে শিব ছিলেন, অপাঙ্‌ক্তেয় ! সেই জন্য, শিব-কে নিয়ে,সনাতন ধর্ম ভাবনায়, বিরোধ ছিল !

শিব-এর ক্ষেত্রে বলব, ওঁনার অনেক ক্ষেত্রে, 'সঙ্গ দোষে বঙ্গ নষ্ট'-এর ব্যাপারগুলো ঘটেছিল !
শিব, দু'নৌকোয় পা দিয়ে চলতে বাধ্য হয়েছিলেন ! শেষমেশ বিষ্ণু ভগবান আর ব্রহ্মা ভগবানের দিকেই ঝুঁকেছিলেন ! কাজেই শিব-ও, সিণ্ডিকেট-এর সাথে ছিলেন ! তিনিও ভগবান শিব হয়েছিলেন !

স্ত্রী-ভাগ্যে, শিব ছিলেন, সর্বেরসেরা ! তাঁর স্ত্রীরা ছিলেন, অতীব মহিমান্বিত ! দুর্গা কালি প্রভৃতিরা শিবের ঘরণী হয়েছিলেন ! তাঁরা সব  'ভগবতী'  ছিলেন ! তাঁরা ছিলেন শক্তির আধার ! যুদ্ধবিদ্যায় পটু !

অমন স্ত্রী-ভাগ্য, বিষ্ণুর বা ব্রহ্মার, ছিল না !

শিবের নিজস্ব বাহিনী ছিল ! শিব-দুর্গার তন্ত্র আছে ! শিবের নিজস্ব পুরাণ, শিবপুরাণ আছে ! দুর্গার সপ্তশতী আছে ! কালীর, কালি-মাহাত্ম্য আছে !

শিবের পুত্রকন্যারা, সকলেই, এক একজন, প্রতিভাসম্পন্ন ! তাঁরা তাঁদের নিজস্ব ক্ষেত্রে, সবাই প্রবল মহিমান্বিত ও অতিপ্রভাবশালী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন