জৈন ধর্মে হিংসা অহিংসা
কোন রকম আবেগের তাড়নায়, কোনো জীবিত প্রাণীকে, হত্যা করাই, জৈন ধর্মে, হিংসা !
এই ধরণের কাজ থেকে, দূরে থাকাই, জৈন ধর্মে, অহিংসা !
প্রাণিদের মধ্যে, একমাত্র, শকুনেরাই, অহিংসক ! ওরা জীবিত প্রাণী, বধ করে না ! মরে গেলে, তবেই খায় !
শকুন আসলে মৃত জীবজন্তু ভোজনকারী, বৃহদাকার পাখিবিশেষ !
শকুন দূরগমনে সমর্থ ! দূরদর্শনে সমর্থ !
কেউ কেউ বলেন, শকুন, শুভ-অশুভ ফলসূচক পাখি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন