রবিবার, ১২ মার্চ, ২০১৭

পঞ্চম পুরুষার্থ


পঞ্চম পুরুষার্থ



ধর্ম
অর্থ
কাম
মোক্ষ
এই চারটি
সর্বজনবিদিত
পুরুষার্থ।

ভক্তিশাস্ত্রে, ঈশ্বরের প্রতি আমার প্রেম, আমার অমর প্রেম,
এবং ঈশ্বরের ওপর আমার পূর্ণ নির্ভরতা',
আমার 'পঞ্চম পুরুষার্থ' !

চারটে পুরুষার্থে, হয়তো আমার কিছু, প্রাপ্তিযোগের ইচ্ছা, বা, সম্ভাবনা, থেকে যায়, তবে 'মোক্ষপ্রাপ্তি' তো জীবন থাকতে হয় না ! মোক্ষপ্রাপ্তি, মৃত্যুর পরপারে !

কিন্তু, পঞ্চম পুরুষার্থে, কোন প্রাপ্তিযোগ নেই ! তবে যদি কোন প্রাপ্তিযোগ এসেও যায়, তা কেবল মনের আনন্দ প্রাপ্তি ! সেটা বেঁচে থাকতে থাকতেই হয় !

আনন্দপ্রাপ্তিই, সব প্রাপ্তির সেরা প্রাপ্তি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন