শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশিষ্টাদ্বৈতবাদ


বিশিষ্টাদ্বৈতবাদ


ব্রহ্মেরও স্বগত, অর্থাৎ আত্মগত ভেদ আছে।
ব্রহ্ম এক। অদ্বিতীয়। অদ্বৈত !
তা সত্ত্বেও, অদ্বৈত ব্রহ্মের, এবং ব্রহ্মের জীবজগৎ ইত্যাদিরও ভেদ অছে।
ব্রহ্ম সেব্য।
জীব ব্রহ্মের দীন সেবক।

অদ্বৈত ব্রহ্ম, এবং জীবজগৎ প্রভৃতি,  ভেদ বিশিষ্ট।
এই ভেদবিশিষ্টতা বিশিষ্টাদ্বৈত মনোভাবের প্রকরণ।

বিশিষ্ট।
অর্থাৎ অসাধারণ,  অসামান্য,  সে মতবাদ !

বিশিষ্টাদ্বৈতবাদমতে, ব্রহ্ম নির্গুণ নিরাকার নন !
ব্রহ্ম সগুণ সাকার।
ব্রহ্মের গুণ অনন্ত।
আর ব্রহ্মের রূপ দুই প্রকার।
পরমাত্মারূপ বা কারণরূপ।
এবং স্থূলরূপ বা বিশ্বরূপ।

বিশিষ্টাদ্বৈতবাদ।
বিশিষ্টাদ্বৈতরূপ মতবাদ এবং মতভেদ-এর বিষয়।

বিশিষ্টাদ্বৈত। 'যুক্ত' অদ্বৈত। যুক্ত অদ্বৈতও 'একত্ব' বলে মানা হয় !

যেমন, পুরুষ ও প্রকৃতি ভিন্ন হলেও, উভয়ের মিলিত একত্ব। সেটাই ব্রহ্মত্ব !

বিশিষ্টাদ্বৈতমতাবলম্বিদের,  অনুগমনকারিদের, অনুসরণকারিদের, পরিপোষণকারিদের, তাঁরা পুরুষ হলে, তাঁদের বিশিষ্টাদ্বৈতবাদী বলে।

আর নারী হলে,  তাঁরা বিশিষ্টাদ্বৈতবাদিনী।


সূত্র : ' বঙ্গীয় শব্দকোষ ' । পৃষ্ঠা ১৫৭৬।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন