মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

সহজকর্তাভজা সম্প্রদায় আউলচাঁদ [ দুই ]


সহজকর্তাভজা সম্প্রদা্য় আউলচাঁদ [দুই }



আগের [ এক ] নম্বর প্রবন্ধে, 'সহজকর্তাভজা সম্প্রদায় আউলচাঁদ  ( গদ্যরচনা )  [ এক ]', আমি 'সহজকর্তাভজা' সম্প্রদায়ের  'বহিরঙ্গ' সাধনার কথা লিখেছি !
বহিরঙ্গ। বাহ্য অঙ্গ !

কিন্তু ভেতরে ভেতরে তারা কি করত ?

আউলচাঁদ সম্প্রদায়ের আসলে ছিল, 'প্রেমোন্মত্ততা' !
আউল হচ্ছে, আসলে, 'আকুল' ! বিহ্বল !
এদের 'অন্তরঙ্গে" অন্যতম সাধনা ছিল, 'নারী সাধন' !

নারীসাধনে এরা ছিল সবিশেষ পটু এবং 'উদার' !

এদের পরমার্থসাধন, দুই-একটা 'নিজ' নারীসাধনে পর্যাপ্ত হত না !

প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে,  এরা বারাঙ্গনা বিহারে বেরোত, এবং 'গৃহাঙ্গনারা'ও  এদের সাধনসম্পাদনে নিয়োজিত হত !
অঙ্গনা। সুন্দরী রমণী। দেহসৌষ্ঠবসম্পন্না নারী। রমণী !

সহজকর্তাভজা সম্প্রদায়ের লোকেরা দাড়ি-গোঁফ রাখত না !

তবে মাথা ন্যাড়া করত !



* সূত্র 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ২২২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন