রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

স্বামী বিবেকানন্দ ( গদ্যরচনা )


স্বামী বিবেকানন্দ  ( গদ্যরচনা )

স্বামী বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসী ছিলেন।
উনি আবার ছিলেন প্রচণ্ড ধরণের দেশভক্ত।
ভারতের গরিবগুরবোদের কল্যাণ সাধনে, বিবেকানন্দের ছিল ঐকান্তিক নিষ্ঠা  ।
তিনি ছিলেন রামকৃষ্ণদেবের গোঁড়া সমর্থক ও শিষ্য।
বিবেকানন্দের খাওয়াদাওয়ার ব্যাপারে কোন বাছবিচার ছিল না।
তিনি ধুমপান করতেন। তামাকু খেতেন।
তিনি বিদ্বান ছিলেন। অনেক শাস্ত্র চর্চা করেছিলেন। অনেক বাইরের বই পড়েছিলেন।
রামকৃষ্ণ মিশনে, বেলুড় মঠে, তাঁর সময়ে, তিনিই ছিলেন সর্বেসর্বা।
সারা ভারত, আট বছর ধরে, তিনি পদব্রজে ভ্রমণ করেছিলেন।

বিবেকানন্দকে জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন