শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

তিতুমীর


তিতুমীর

শেয়ার করেছেন                                প্রণব কুমার কুণ্ডু ।




এই বাংলার মাটিতে তিতুমীর কে আমাদের কে স্বাধীনতা সংগ্রামী হিসাবে প্রতিপন্ন করেই পরীক্ষায় পাশ করতে বাধ্য করা হয়েছে ।
মাধ্যমিকের সিলেবাসে আমাদের সমাজের ছাত্র/ছাত্রীরা পড়ছে,  তিতুমীর ওয়াহাবী আন্দোলনের জনক।
১৬/১১/১৮৩৯ খ্রীষ্টাব্দে এই তিতুমীর বাদুড়িয়া থানার রামচন্দ্র পুর গ্রামের ব্রাক্ষ্মণ দের হিন্দু কন্যাদের ধরে ধরে মুসলমানদের সঙ্গে নিকা দিয়েছিল, তাদের পরিবারের লোকজনদেরর মুসলমান হতে বাধ্য করে সেই ব্রাক্ষ্মণ দের মুখে জোর করে গরুর মাংস দিয়ে ইসলামী শান্তি বিস্তার করে, তৎকালীন বসিরহাট থানার দারোগা রামরাম চক্রবর্তীকে ইসলাম গ্রহণের নির্দশ দেয়, তিনি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলে,  বাঁশের কেল্লার নিকটবর্তী বুরুজ গ্রামের ইছামতী নদীর তীরে নিয়ে জবাই করে। 
যদি ইতিহাস জিহাদী তিতুমীরকে স্বাধীনতা সংগ্রামীর তকমা দিতে পারে ----তবে নাথুরাম গডসের অপরাধ কি????

(তথ্য সংগ্রহ --- বাংলার মাটিতে ইসলামের উদয়। ডঃ রূদ্রপ্রতাপ চট্টোপাধ্যায়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন