শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা


শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা




নারায়ণী সেনা।শ্রীকৃষ্ণের অর্বুদসংখ্যক গোপসৈন্যবিশেয !
নারায়ণী সেনারা গাভির দুধও দুইত, গোবরের ঘুঁটেও দিত !

আবার প্রয়োজন পড়লে, অস্ত্রধারণ করে, যুদ্ধবিগ্রহেও, অংশ গ্রহণ করত !

নারায়ণী সেনার, অন্য নাম 'সংশপ্তক' ! যুদ্ধে হয় তাঁরা জিততো ! নয়তো যুদ্ধেই তাঁরা মারা পড়তো !

সংশপ্তক !
শ্রীকৃষ্ণের নিজের হাতে গড়া, রণদক্ষ গোপসৈন্যবিশেষ !

শ্রীকৃষ্ণের আর সংশপ্তক সৈন্যদের দরকার ছিল না !

তাই, সংশপ্তক সৈন্যদের নিকেশ-এর ব্যবস্থা করতে, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে,  শ্রীকৈষ্ণ নিজের থেকে, নিজের সংশপ্তক সৈন্যদের, কৌরব পক্ষে পাঠিয়েছিলেন !

শ্রীকৃষ্ণ জানতেন, সংশপ্তক সৈন্যরা, সকলেই, ঐ যুদ্ধে মারা পড়বে !

এখন দেখুন ! বিচার করুন ! শ্রীকৃষ্ণ কেমন ধরণের মানুষ ছিলেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন