মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

রাম সীতা লক্ষ্মণ শিব ও মায়ামৃগ


রাম সীতা লক্ষ্মণ শিব ও মায়ামৃগ

( রামায়ণের পটভূতিতে স্বকপোলকল্পিত গল্প ! )

দণ্ডকারণ্যে
মায়াবী মারীচ হলেন মায়ামৃগ !
মারীচ মৃত তারকা রাক্ষসীর পুত্র !

মায়ামৃগ সোনালি রঙের !

সীতার অনুরোধে
সেই সোনালি মায়ামৃ্গ ধরতে
রাম
মৃগটির
পিছু পিছু দৌড়লেন !

ধরতে না পেরে
মায়ামৃগের পা লক্ষ্য করে
তির ছুঁড়তে লাগলেন !

একটা তির
মায়া মৃগের বুকে গিয়ে বিঁধলো !

তাতে মায়ামৃগ
ছটফট করতে করতে
রক্তাক্ত হয়ে
মারা পড়ল !

রাম
লক্ষ্মণের সাহায্যে
মৃত মায়ামৃগটাকে আশ্রমে নিয়ে এলেন !

রাম-লক্ষ্মণ
দুজনে মিলে
হরিণটার
ছাল ছাড়ালেন !

মায়ামৃগের মাংস
টুকরো টুকরো করে
কাটলেন !

সীতা রান্না করলেন !

রাম লক্ষ্ণণ সীতা
তিনজন মিলে
জমাটি করে
মাংসের কষা-রান্না খেলেন !

মায়ামৃগের
সোনালি ছালটি
রাম

নেংটা শিবের কাছে
পাঠিয়ে দিলেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন