প্রণব কুমার কুণ্ডুর মূলত গদ্যরচনা
শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
সুন্নি-শিয়া শিয়া-সুন্নি
সুন্নি-শিয়া শিয়া-সুন্নি
কারা সহিহ মুসলমান ? কেন শিয়া ও সুন্নিরা পরস্পর মারামারি , খুন খারাবি করে ?
লিখেছেনঃ
সাইমুম
যে আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে , কোরান ও সুন্নাহ মেনে চলে তাকে মুসলমান বলে। খুবই সহজ ও সরল একটা সংজ্ঞা । কিন্তু আসলেই কি বিষয়টা এত সহজ ? মোটেই সহজ না। আসল বিষয়টা লুকিয়ে আছে সুন্নাহের ওপর। দেখা যায় , এক এক দল নিজস্ব সুন্নাহ তৈরী করেছে আর সেটাকেই তারা আদর্শ মনে করে , বাকীদের সুন্নাহকে মনে করে মিথ্যা যা অনুসরণ করা মুনাফেকির সামিল।
বর্তমানে মোটা দাগে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ : সুন্নি ও শিয়া। উভয়ই এক আল্লাহ ও তার রসুল মুহাম্মদকে বিশ্বাস করে , কোরান বিশ্বাস করে , কিন্তু তাদের মধ্যে সুন্নাহ নিয়ে আকাশ পাতাল তফাৎ। সুন্নিরা সহি হাদিস যেমন বুখারি ও মুসলিমকে অভ্রান্ত হিসাবে গ্রহণ করে , কিন্তু শিয়ারা বুখারি বা মুসলিম হাদিস মানে না। তাদের নিজস্ব হাদিস আছে, আর তারা সেগুলোকেই অনুসরণ করে। অবশ্যই সুন্নিদের অনুসৃত হাদিসের সাথে শিয়াদের হাদিসের বিরাট পার্থক্য আছে। ঠিক সেই পার্থক্যের কারনেই সুন্নি মুসলিমদের সুন্নাহের সাথে শিয়া মুসলিমদের সুন্নাহের বিশাল পার্থক্য বিদ্যমান।
সুতরাং দেখা যাচ্ছে , যে লোক কোরান ও সুন্নাহ অনুসরণ করে সে একজন সহিহ মুসলমান এই সংজ্ঞা আর সহজ সরল থাকছে না কারণ শিয়া ও সুন্নিদের সুন্নাহ এর মধ্যে ব্যপক পার্থক্য বিদ্যমান। অর্থাৎ সার্বিক বিচারে সুন্নাহের কোন চুড়ান্ত আদর্শ মানদন্ড না থাকায়, কে প্রকৃত সুন্নাহ অনুসরণ করে তা নির্ণয় করা সম্ভব না। আর তাই কে সহিহ মুসলমান সেটা কোন ভাবেই নির্ণয় করা সম্ভব নয়। বরং এক্ষেত্রে যা বাস্তবে ঘটে , তা হলো , জোর যার মুল্লুক তার নীতি অনুসরণ করা হয়। সুন্নিরা অনেকটা জোর করে নিজেদের সুন্নাহকে আদর্শ সুন্নাহ বলে, পক্ষান্তরে শিয়ারা নিজেদের সুন্নাহকে আদর্শ সুন্নাহ হিসাবে গণ্য করে। এর ফলেই শিয়া ও সুন্নিদের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব যা এক পর্যায়ে প্রকাশ্য বাস্তব সংঘাত , যুদ্ধ বিগ্রহে, মৃত্যুতে, রূপ নেয় !
কোরানে বলা হয়েছে : মুনাফিকদের শাস্তি হলো হত্যা করা (সুরা নিসা -৪:৮৯)। যেহেতু শিয়াদের নিজস্ব সুন্নাহ আছে , তাই তা যারা মানে না , সেই সুন্নিদেরকে তারা মুনাফিক হিসাবে গণ্য করে , কারণ সুন্নিরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবী করে, কিন্তু শিয়াদের নির্ধারিত সুন্নাহ অনুসরণ করে না। সুন্নিরাও ঠিক একই কারণে সুন্নি নির্ধারিত সুন্নাহ না মানার কারণে শিয়াদের মুনাফিক হিসাবে গণ্য করে।
কিন্তু সবাই কোরান ও কোরানের আদেশ নির্দেশকে অভ্রান্ত হিসাবে গ্রহণ করে। তাই যদি হয়, তাহলে সুন্নিরা মনে করে মুনাফিক শিয়াদেরকে হত্যা করা হলো কোরানের নির্দেশ। ঠিক একই ভাবে শিয়ারা মনে করে মুনাফিক সুন্নিদের হত্যা করা হলো কোরানের নির্দেশ।
এমতাবস্থায় বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে , কেন সিরিয়া ও ইরাকের কট্টর সুন্নি পন্থি আই এস নির্বিচারে শিয়াদের কল্লা কেটে হত্যা করছে , তাদের বাড়ী ঘর ধ্বংস করছে, বা তাদের নারীদেরকে ধরে ধরে নিয়ে ধর্ষণ করছে। এটা তারা করছে সম্পূর্ণই কোরান ও তাদের নিজস্ব সুন্নাহ এর নির্দেশক্রমে। যারা সাধারণ সুন্নি মুসলমান , তারা শিয়া ও সুন্নিদের এই আভ্যন্তরীণ গভীরের পার্থক্য জানে না। তাই প্রায়ই তারা বলে যে আই এস কোনমতেই মুসলমান হতে পারে না, কারণ তারা মুসলমানদেরকে হত্যা করছে। এইসব সাধারণ মুসলমানরা, যারা কোরান হাদিস জীবনে নিজ মাতৃভাষায় পড়ে নি , তাদেরকে বুঝান যায় না, যে সুন্নিরা শিয়াদেরকে আদৌ মুসলমান হিসাবে স্বীকার করে না , করার কথাও না, সিয়া সিত্তার হাদিস অনুযায়ী আর তাই তাদেরকে হত্যা করাই হলো কোরানের চুড়ান্ত নির্দেশ।
ক্যাটেগরি:
ধর্ম
সাইমুম-এর ব্লগ
৩৯৪৩ বার পঠিত
Twitter-এ প্রকাশ করুন
বাংলার জামিনদার
বলেছেন: যাষ্ট ছাগলামি, আর কিছু না।
দাড়িপাল্লা
বলেছেন: তাই প্রায়ই তারা বলে যে আই এস কোনমতেই মুসলমান হতে পারে না কারণ তারা মুসলমানদেরকে হত্যা করছে। এইসব সাধারণ মুসলমানরা যারা কোরান হাদিস জীবনে নিজ মাতৃভাষায় পড়ে নি , তাদেরকে বুঝান যায় না যে , সুন্নিরা শিয়াদেরকে আদৌ মুসলমান হিসাবে স্বীকার করে না , করার কথাও না, সিয়া সিত্তার হাদিস অনুযায়ী, আর তাই তাদেরকে হত্যা করাই হলো কোরানের চুড়ান্ত নির্দেশ।
শিয়ারা সুন্নিদের কি ভাবলো সুন্নিরা শিয়াদের কি ভাবলো তাতে কিছু যায় আসে না । উভয়েই মুনাফিক !
সপ্তম
বলেছেন
বলগ মোল্লা বা অনলাইন মেল্লাগণ ছাড়া কেহই সহি মুসলমান নহে।
আঃ হাকিম চাকলাদার
বলেছেন : শিয়াদের কথা যদি বাদ দেওয়া হয়, তাহলে ধরা যাক সুন্নীরাই খাঁটি মুসলমান। এবার বিশ্লেষণ করা যাক সুন্নীদের।
সুন্নীদের মধ্যে প্রধান দুই ভাগ-
১) আহলে ছুন্নত আল জামাত
২) সালাফী বা ওহাবী
এরা একে অপরকে কাফির মুশরেক বলে, যার-যারটা সঠিক দাবী করছে। কোথাও কোথাও হত্যাকাণ্ডও করা হচ্ছে।
তাহলে এবার এদের মধ্য হতে সঠিক দলটি আমাদেরকে একটু বেছে দিন ? আমরা সঠিক মুসলমান হয়ে যাই !
@আঃ হাকিম চাকলাদার :
তাহলে এবার এদের মধ্য হতে সঠিক দলটি আমাদেরকে একটু বেছে দিন ? আমরা সঠিক মুসলমান হয়ে যাই ?
ঠক বাছতে গা উজাড় হওযার উপায় !
আমিও আজকাল আপনার মত উচিত কথা বলা ছেড়ে দিযেছি চাকলাদার ভাই !
__________________
__________________
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
শামীম আরেফীন
বলেছেন : সুন্নি,শিয়া,আহাম্মদিয়া ও অন্যান্য যত মোসলমান গোত্র আছে,সব গোত্র থেকে একজন করে নিয়া একটা প্রতিযোগিতার আয়োযন করা যেতে পারে, আর প্রতিযোগিতাটা হবে এভারেষ্টের চুড়ায় গমন,যে গোত্রের লোক প্রথমে এভারেষ্টের চুড়ায় গমন করবে, সে বা তারাই সহি মোসলমান হবে !
__________________
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
জিজ্ঞাসু মন
বলেছেন
কোরান যে স্ববিরোধী গ্রন্থ, তার সবচেয়ে বড় প্রমাণ হল, মুসলিমদের মধ্যে এই বিভেদ বা মতানৈক্য। ধন্যবাদ পোস্টদাতাদেরকে।
মুসলিম বিশ্লেষকদের কাছে এর ঈমানি বায়ান শুনতে চাই।
শামীম আরেফীন
বলেছেন :
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
আঃ হাকিম চাকলাদার
বলেছেন
সহিহ মুসলমান বোধ হয় ইনারাই। তবে দুখিতঃ তার বিরোধী পক্ষরা অনেকবার হুমকী দেওয়ার পর তাকে নির্মম ভাবে হত্যা করে ফেলেছেন।
তাহলে কী যে কোন দলের ইছলাম গ্রহণ করা কী জীবনের জন্য হুমকী স্বরূপ?
আমিতো উচিৎ কথা বলা এক রকম ছেড়েই দিয়েছি।
সাইমুম
বলেছেন :
আমার তো মনে হয় দুনিয়ায় আমিই একমাত্র সহিহ মুসলমান, কারণ আমি কোরান ও হাদিস ঘেঁটে সহিহ ইসলাম প্রচার করি। আপনারা কি বলেন ?
সপ্তম বলেছেন :
বলগ মোল্লা বা অনলাইন মেল্লাগণ ছারা কেহই সহি মুসলমান নহে।
কারা সহিহ মুসলমান ? যাদের মধ্যে নিচের বৈশিষ্টসমূহ দেখা যাবে, তারাই সহিহ মুসলমান ::
#সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করা ।
#পবিত্র কোরানসহ সকল আসমানী কিতাবে বিশ্বাস করা ।
#নবী রাসূলগণের উপর বিশ্বাস করা ।
#পরকালের প্রতি বিশ্বাস করা ।
#পবিত্র কোরান ও মহানবী হজরত মুহাম্মদ (স ) এর নির্দেশ অনুসরন করা ।
#সদা সর্বদা ন্যায় নিষ্ঠ, সত্যবাদী হওয়া ।
#সকল প্রকার অন্যায়, অপরাধ পাপ থেকে বিরত থাকা ।
# দরিদ্র, বিপদগ্রস্তদের সহায়তায় অগ্রগামী হওয়া । ঝাপাইয়া পড়া ।
#নামাজ রোজা হজ্জ প্রভৃতি ধর্মীয় আচার নিয়মিত সম্পাদন করা ।
ভূল বললাম নাকি ?
ফেসবুক থেকে : প্রণব কুমার কুণ্ডু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন