বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

বন্ধুত্ব


বন্ধুত্ব



বন্ধুত্ব।

আমার মতে, ব্যক্তিগতভাবে আলাপচারিতা নাহলে, বন্ধুত্ব হয় না !

ফেসবুকের বন্ধু, বা ফেসবুকের বন্ধুত্ব, কেবলমাত্র, ফেসবুকের সংস্কৃতির অঙ্গ !

পারিবারিক ভাবে, এক পক্ষ, অন্য পক্ষের বাড়িতে, যাতায়াত না করলে, বন্ধুত্ব দৃঢ় হয় না !

আজকাল অবিশ্যি,  মোবাইল ফোনের দৌলতে, অনেকক্ষণ কথা বলার সুযোগ থাকে !

সেটা,  alternative  বন্ধুত্ব !

বিজয়ার পরে, বছরে অন্তত একবার, সশরীরে, বন্ধুদের সাথে, দেখা-সাক্ষাৎ হওয়া বাঞ্ছনীয় !

বন্ধুত্ব, বন্ধুত্বের জন্য !

কোন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নয় !

কোন সুযোগ-সুবিধা নেওয়ার জন্যও নয় !

তাহলে, বন্ধুত্ব, সেরকম ভাবে,  টিঁকবে তো ?   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন