বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

শঙ্খ ২


শঙ্খ ২



শ্রীকৃষ্ণের শঙ্খ  'পাঞ্চজন্য'।
অর্জুনের  'দেবদত্ত'।
ভীমের  'পৌন্ড্র'।
মহারাজ যুধিষ্ঠিরের  'অনন্তবিজয়'।
নকুলের  'সুঘোষ।
সহদেবের  'মণিপুষ্পক'।

শঙ্খ পবিত্র বস্তু।
শঙ্খবাদন গৃহস্থের মঙ্গলকর।
অশুভনাশক।

মঙ্গলাচরণে ( মঙ্গল আচরণে )  শঙ্খধ্বনি দেয়া আমাদের সুপ্রাচীন বৈদিক প্রথা !
মঙ্গলাচরণ।
কোনো শুভ কর্মের প্রারম্ভে, সেই কর্ম,  নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে, শুভ অনুষ্ঠানবিশেষ !
ওটা মঙ্গলজনক অনুষ্ঠান ! মঙ্গলিতা !
মঙ্গলোৎসবের অঙ্গ !
ব্যাপারটা মঙ্গল্য ! মাঙ্গলিক ! শুভজনক !

শঙ্খ, চলতি কথায়, শাঁখ !
শাঁখ, সামুদ্রিক প্রাণির খোলা !
সমুদ্রে পাওয়া যায় !

শঙ্খ বাজানোর কায়দা-কৌশল-দক্ষতা অবিশ্যি ভারতীয় সংস্কৃতির নিজস্ব অঙ্গ !

শঙ্খের মতো উলুধ্বনিও ( হুলুধ্বনি ) মঙ্গলদায়ক !
পুরোপুরি ভারতীয় !
উলু/হুলু।
প্রধানত পূজা-পার্বণ  বিয়ে, এবং অন্যান্য শুভকার্য প্রভৃতিতে, মূলত ভারতীয় হিন্দু নারীরা, জিব, মুখের ভেতরের 'তালু' ও কণ্ঠের বিশেষ ধরণের  'চিল্লি'  শব্দের সাথে, যে শ্রুতিমধুর অথচ কর্ণপটহ বিদীর্ণকারী,  যে উচ্চ কম্পাঙ্কের  সুউচ্চ মুখশব্দ করে !
জোঁকার ! জোকার ! ওটাই হুলুধ্বনি ! সংস্কৃতে  'জয়কার' !
হুলু, সংস্কৃতের 'হুলহুলী' শব্দের রূপান্তর !

শঙ্খ আবার বামাবর্তী ও দক্ষিণাবর্তী, এই দুই ধরণের হতে পারে !

শঙ্খের ঘূর্ণন, বামদিক অভিমুখী হলে, বামাবর্তী শঙ্খ !
শঙ্খের ঘূর্ণন দক্ষিণদিক অভিমুখী হলে, দক্ষিণাবর্তী শঙ্খ !

শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ, দক্ষিণাবর্তী !
সেই শঙ্খের আওয়াজ ছিল, শ্রীকৃষ্ণের অনুবর্তী !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন