বুধবার, ৯ আগস্ট, ২০১৭

নরকের গল্প


নরকের গল্প



জনৈক দিদিমনি স্বর্গে যাবেন কিনা জানিনা !
সেটা ভগবানের ব্যাপার !

ভারতীয় সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী,  মানুষের জন্য স্বর্গের সংখ্যা মাত্র একটি ! মানুষের জন্য কিন্তু নরকের সংখ্যা ছিয়াশিটি !

তবে দিদিমণির পার্ষদরা,  বেশির ভাগই হয়তো,   নরকে যাবেন ! নরকে গিয়েও,  তাঁরা হয়তো,   নরক-গুলজার করবেন !

আর তাঁদের সাপোর্টার-রা সব নরকে গিয়ে, তাঁদের মাথায়, সাদা আর নীল রঙের,  ব্যাঙের ছাতা মেলে ধরবেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন