সোমবার, ৫ জুন, ২০১৭

হে শিব ! ২



হে শিব ! ২



হে শিব !

ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ তোমারই মূর্তি !

জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তোমারই অবস্থাত্রয় !

পৃথিবী অন্তরীক্ষ স্বর্গলোকও তুমি !

সৃষ্টি স্থিতি প্রলয়কারী ব্রহ্মা বিষ্ণু রুদ্রও তোমারই রূপ !

ওঙ্কারের তিনটি অবয়ব,  'অ'-কার 'উ'-কার 'ম'-কার, একসাথে তুমি !

ঋক্ ইত্যাদি তিন বেদও,  একসাথে তুমি !

জাগ্রত প্রভৃতি তিন অবস্থাও,  একসাথে তুমি !

পৃথিবী প্রভৃতি তিন লোকও,  একসাথে তুমি !

ব্রহ্মা প্রভৃতি তিন দেবতার বাচকও,  একসাথে তুমি !

ওঙ্কার, তাঁর অন্তর্গত,  তিনবর্ণের সম্মিলিত রূপের,  উচ্চারণের, অর্থবোধের মাধ্যমে,  হে শিব ! তোমার স্তব-স্তুতি সবসময়েই করছে ! করে যাচ্ছে !

হে শিব ! তোমায় প্রণাম ! তোমায় প্রণাম !! তোমায় প্রণাম !!!



* সূত্র : স্বামী ধ্যানানন্দের 'ধ্যান'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন