প্রভুযিশু
প্রভু যিশু, কত কষ্ট করে, নিজেই নিজের মৃত্যুদণ্ডের জন্য, নির্দিষ্ট ক্রুশ বইতে, বাধ্য হয়েছিলেন !
প্রভু যিশু, তখনও, প্রভুযিশু হন নি !
প্রভুযিশু, ক্রুশ না বইলে, প্রভুযিশুকে ক্রুশবিদ্ধ না করলে, প্রভুযিশুর রক্তপাত না ঘটলে, প্রভুযিশু অমানুষিক নির্যাতন না সইলে, প্রভুযিশুর আপাত ( apparent ) মৃত্যু না ঘটলে, প্রভুযিশু কিছুতেই, কখনও, কোনদিনই, 'প্রভু' এবং 'যিশু' হতে পারতেন না !
বাহ্যতঃ প্রতীয়মান, প্রকৃত পক্ষে, ক্রুশবিদ্ধ হয়ে, প্রভু যিশুর 'মৃত্যু' হয়তো ঘটেই নি !
কেউ মারা গেলে, তাঁর আর উত্থান বা পুনরুত্থান ঘটে না !
ওসব পৌরাণিক গল্পে ঘটে।
ঐতিহাসিক ঘটনায়, মৃতের বেঁচে ওঠার নজির নেই !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন