আড়ং আড়ংঘাটা আড়ং ধোলাই
আড়ং।
গঞ্জ। মেলা । কেনাবেচার জায়গা। হাট। গোলা ইত্যাদি।
আড়ংঘাটা।
নৌকো থেকে নামবার জায়গা, অর্থাৎ, ঘাট। নদীর ধারের ঘাট।
আড়ংঘাটা।
রানাঘাট-গেদে রেল লাইনে, রানাঘাট থেকে আপ লাইনে, ৮ কি.মি. দূরে, ইস্টার্ন রেলওয়ের একটি স্টেশন।
আড়ংঘাটায় শ্রীশ্রীরাধাকৃষ্ণের "যুগল" মন্দির আছে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছে।
সম্ভবত রাধাকৃষ্ণের যুগল মন্দির এ তল্লাটে আর নেই ।
মন্দির দুপুরে বন্ধ থাকে।
চূর্ণী নদী, আড়ংঘাটা রেল স্টেশনের নিকটবর্তী।
আড়ং ধোলাই।
কোরা কাপড়ের রং এবং মাড় তুলে, ভালোভাবে ধোওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন