বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

কুম্ভকর্ণ


কুম্ভকর্ণ



কুম্ভকর্ণ।
রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা।
তিনি প্রায় ছয় মাস একটানা ঘুমোতেন।
তারপর মাত্র একদিনের জন্য জাগতেন।
ঐ জেগে থাকার দিনে, ছয় মাস অন্তর, মাত্র একদিন খেতেন !
আবার ছয় মাস ঘুমোতেন !

কুম্ভকর্ণ ছিলেন অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি।
ব্রহ্মার বরে,  কুম্ভকর্ণের ছিল, একটানা ছয় মাস নিদ্রা যাওয়ার অসম্ভব শক্তি।
তবে কুম্ভকর্ণের ঘূম, সত্যি সত্যি ঘুম ছিল, না 'তন্দ্রা', তা গবেষণার বিষয় !

যা হোক,  ঐ প্রায় ছয় মাস কুম্ভকর্ণ থাকতেন নিদ্রাতুর।
প্রখর বা অপ্রখর ঘুমে কাতর !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন