কুম্ভকর্ণ [ দুই ]
বিশ্রবার ঔরসে কৈকসীর ( যার অন্য নাম নিকষা ) গর্ভে কুম্ভকর্ণের জন্ম।
কুম্ভকর্ণ ছিলেন দীর্ঘকায় ও প্রচণ্ড শক্তিশালী।
কুম্ভকর্ণ আবার তপস্যাও করতেন।
কঠোর তপস্যা করে, কুম্ভকর্ণ, ব্রহ্মার কাছ থেকে 'বর' আদায় করে নিয়েছিলেন।
সেই বর ছিল, কুম্ভকর্ণের 'ছয়মাস' নিদ্রাসুখ !
তারপর মাত্র একদিনের জন্য জেগে থাকার 'অ-সুখ' !
সেই জেগে থাকার দিনেই শুধু, কুম্ভকর্ণের খাওয়াদাওয়া ! আচমন !
ছয়মাসে একদিনই শুধু খাওয়া ! আর মুখ ধোওয়া !
তবে কেউ যদি কুম্ভকর্ণের ঘুম অসময়ে ভাঙ্গায়, তবে কুম্ভকর্ণের মৃত্যু ঘনিয়ে আসবে !
এটাই ছিল ব্রহ্মার কাছ থেকে বর পাওয়ার প্রাথমিক সর্ত !
হয়েছিলও তাই !
রাম-রাবণের যুদ্ধে, জরুরি প্রয়োজনে, কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গানো হয়েছিল !
তাতেই কুম্ভকর্ণের 'মৃত্যু' সন্নিকটে এসেছিল !
শ্রীরামচন্দ্র স্বহস্তে, তীরধনুক অস্ত্র সমন্বয়ে, কুম্ভকর্ণকে বধ করেছিলেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন