বেদ
বেদের শেষ ভাগ বেদান্ত।
এটি বেদের তৃতীয় অংশ !
এর অন্য নাম 'উপনিষদ্'।
বেদের শিরোভাগও 'উপনিষদ্।
বেদের প্রাচীনভাগে, যে সকল 'ভাব', বীজ আকারে অবস্থিত ছিল, উপনিষদে সে গুলি, সুপরিণত ও সুপরিকল্পিত।
বেদের অতি প্রাচীন ভাগ, 'সংহিতা'।
সংহিতাগুলি, অতি প্রাচীন সংস্কৃতে রচিত।
'যাস্ক'-এর অভিধানের সাহায্যে কেবল ঐ গুলির অর্থ বোঝা যেত।
প্রাচীন সংস্কৃত ও আধুনিক সংস্কৃতের মধ্যে যথেষ্ট 'ফারাক' আছে !
বেদের শেষ ভাগ, ওটা 'বেদান্ত'।
বেদান্ত কোথাও 'উপনিষদ্; আবার বেদের 'শিরোভাগ'ও, কোথাও কোথাও, 'উপনিষদ্' !
উপনিষদ্ আসলে বেদের 'জ্ঞান'কাণ্ড !
ঐটি 'ব্রহ্মবিদ্যা', ও তৎসংলগ্ন এবং তৎসংক্রান্ত আলোচনা !
উপনিষদের প্রাচীন অর্থ, যা সংদারের অবসাদন করায়, সংসারেরমূল বিনাশ করায় !
ওটাই ব্রহ্মবিদ্যা !
আধুনিক সময়ে, 'সংসার' রেখেও, উপনিষদের তত্ত্ব আলোচনা করা যায় !
উপনিষদের শিক্ষা নেওয়া যায় !
সেটা নিশ্চয় ভালো হয় !
চার বেদের সর্বমোট উপনিষদের সংখ্যা ১১৮০টি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন