শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

শিব [ দুই ]


শিব [ দুই ]


আমরা ধরে নিই, শিবের কপালে একটি অতিরিক্ত চোখ আছে !
সব মিলিয়ে তাই শিবের চোখের সংখ্যা, আমাদের মতন দুই চোখ + কপালের চোখ ! সব শুদ্ধ তিনটি চোখ !
অর্থাৎ, শিবের  "ত্রিনয়ন" !
শিবের চোখ তিনটে কিন্তু আমাদের চোখের মতন নয় !
'চন্দ্র' 'সূর্য' এবং 'অগ্নি', শিবের এই তিনটে 'লোচন' !
সেইজন্য শিব 'ত্রিলোচন' !
শিবের একটি 'বহ্নি' নয়ন ! বলা হয় সেটি 'ললাটের' চোখ !
একটি চোখ 'চন্দ্রের' মতো 'শীতল' !
আরেকটি চোখ, সূর্যের মতন তাপিত ও আলোকিত !
চক্ষু কোটরের দুটি চোখের মধ্যে, কোনটা যে সূর্য সদৃশ, আর কোনটা চন্দ্র সদৃশ, তা অবিশ্যি বলা যাবে না !
শিবের চোখ তিনটি তিন রকম !
তাই 'শিব'  'বিরূপাক্ষ' !

বিরূপাক্ষ। বিরূপ অক্ষিযুক্ত। [ সং . বিরূপ + অক্ষি ]
বিরূপ। কুরূপ। শ্রীহীন। [ সং . বি ( = বিকৃত ) + রূপ ]
* সূত্র 'সংসদ বাংলা অভিধান'।
 


বিরূপাক্ষ। বিরূপ অক্ষি যাহার। বিকৃত লোচন। কুৎসিত নেত্র।
রবি চন্দ্র এবং অগ্নিরুপ নেত্রহেতু, বিরূপ নেত্রযুক্ত শিব !
** সূত্র 'বঙ্গীয় শব্দকোষ'।




বিরূপাক্ষী কিন্তু শোভন চক্ষুযুক্ত ত্রিনয়না দুুর্গা ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন