বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

বিদ্যা-অবিদ্যা ( গদ্যরচনা )


বিদ্যা-অবিদ্যা  ( গদ্যরচনা )

                           প্রণব কুমার কুণ্ডু







বিদ্যা-অবিদ্যা  ( গদ্যরচনা )


'বিদ্যা'
যখন আমরা শিখি,  তখন বিদ্যার মধ্যে,  লুকনো থাকা,  'অবিদ্যা'র  বিদ্যা  শেখার  ওপর,  আমাদের  ঝোঁক  থাকে  বেশি  !

সেই অবিদ্যার প্রভাবে, যেমন আমরা বিদ্যা শিখি, তেমন আবার অবিদ্যাও শিখি !

অবিদ্যাই আমাদের জীবনে বেশি প্রভাব বিস্তার করে !

শিক্ষার  'বিদ্যা অংশ', আমরা যত্ন করে 'তাক'-এ তুলে রাখি !

অবিদ্যা নিয়ে বেশি নাড়াচাড়া করি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন