বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

পরমাত্মা-জীবাত্মা ( গদ্যরচনা )


পরমাত্মা-জীবাত্মা  ( গদ্যরচনা )



পরমাত্মা  প্রকৃতিকে নিজের বশীভূত করে অবতাররূপে পৃথিবীতে আসেন।

জীবাত্মা প্রকৃতির বশীভূত হয়ে পৃথিবীতে আসেন, আর, কর্মফল ভোগ করেন।

পরমাত্মা সর্বদাই নির্লিপ্ত।

জীবাত্মার নির্লিপ্ততার জন্য, 'সাধনা' নামক সাধন, করতে হয়।

তবে,  জীবাত্মার,  নির্লিপ্ততা ভাব আসে !



* সূত্র 'গীতা রসামৃত', পৃষ্ঠা ৪৬৪, গীতা প্রেস। গীতা ৪।১৪।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন