শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশের ছড়া পত্রিকার প্রতিবেদন


বাংলাদেশের ছড়া পত্রিকার প্রতিবেদন


লিমেরিক বিষয়ে ছড়াপত্রিকাতেই বিভিন্ন সংখ্যায় বিস্তর আলোচনা ছাপা হয়েছে। বিশেষত মুহাম্মদ নাসির উদ্দিনের এ বিষয়ে অনেক লেখা ছাপা হবার পর আরো অধিক সংখ্যক লেখা ছাপানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবুও লিমেরিক বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রণব কুমার কুণ্ডুর পাঠানো লেখাটির ধরন ও উপস্থাপনা এবং কোন কোন  বক্তব্য আমাদের কাছে কিঞ্চিত আলাদা বলেই মনে হয়েছে। পাঠকের জন্য হাজির করা হলো লেখাটি, তারা যদি লিমেরিক বিষয়ে নতুন কিছু পান- ভালোলাগা বা মন্দলাগা ! পুনশ্চ : লেখক 'লিমেরিক' বানানটি লিখেছেন 'লিম্যারিক্'। ছড়াপত্রিকার বানান নিয়ম অনুযায়ী আমরা তা 'লিমেরিক'ই রাখলাম। -স.ছপ.



*  সূত্র  'ছড়া পত্রিকা', অন্নদাশঙ্কর রায় সংখ্যা, পৃষ্ঠা ২২৬। সম্পাদক  মাহবুবুল হাসান। নন্দীরহাট, ফতেয়াবাদ, চট্টগ্রাম -৪৩৩৫, বাংলাদেশ। e-mail  chaarapatrika@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন