সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

নারী, পুরুষ এবং নপুংসক ( গদ্যরচনা )


নারী পুরুষ এবং নপুংসক  ( গদ্যরচনা )


জীব আত্মাতে, নারী, পুরুষ এবং নপুংসক-এর মধ্যে কোন ভেদ নেই।

চেতনতত্ত্ব কোথাও 'পুংলিঙ্গ',  'পুরুষ',

কোথাও 'স্ত্রীলিঙ্গ',  'পরাপ্রকৃতি',

কোথাও বা 'নপুংসক', 'অধ্যাত্ম'।

জীব আত্মায়, যেখানে 'অধ্যাত্ম',  সেখানে ওটা নপুংসকতা বৃত্তি।

জীব আত্মায়, যেখানে  'পরাপ্রকৃতি', সেখানে ওটা স্ত্রীআঙ্গিক বৃত্তি।

জীব আত্মায়, যেখানে  'চেতনতত্ত্ব', সেখানে ওটা পুরুষালি প্রবৃত্তি।

'অধ্যাত্ম',  নপুংসকবাচক।

'পরাপ্রকৃতি', স্ত্রীবাচক।

'চেতনতত্ত্ব'  পুরুষবাচক।


*  সূত্র  অনথিভুক্ত।








     প্রণব কুমার কুণ্ডু, কবি ও প্রাবন্ধিক








 
Image may contain: 1 person, standing and eyeglasses

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন