সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

আঙটিসম্রাট




আঙটিসম্রাট


আমার পরিচিত একজন আঙটিসম্রাট ছিলেন !

আমি যখন তাঁকে প্রথম দেখি, তখন তিনি, নৈহাটি শহরের সাব-পোস্টাফিসে 'আউট-ডোরে'র কাজ করতেন !

তাঁর দুই হাতের সব আঙুলে ছিল গাদাগাদা আঙটিধারণ !

সোনার আঙটি। রূপোর আঙটি। পেতলের আঙটি। তামার আঙটি। সেগুলোতে সব দামি দামি 'পাথর' বসানো ! আর বেশ ভারি ভারি !

আমার কাছে তাঁর নিজের নামের কোন গুরুত্বই ছিল না !

তিনি আমার কাছে ছিলেন কেবল আঙটিসম্রাট !

আঙটি, আঙুলে অলঙ্কাররূপে পরা হয়, এমন বলয় !

তবে, আঙটিসম্রাটের আঙটিগুলো ছিল, বলতে পারেন, অলঙ্কারের বাইরেও, অলঙ্কারের চেয়েও, অনেক বেশি !

আঙটিসম্রাট, আঙটিগুলো,  তুকতাক, বশীকরণ, আর তাঁর নিজের ভালো এবং মঙ্গলকামনায় পরত !

আঙটি। অঙ্গুরীব।আংটি।

এই আঙটিসম্রাট, একদিন মালগাড়ির তলা দিয়ে লাইন পেরোতে গিয়ে, মালগাড়ির চাকায় চাকায় পিষ্ট হয়ে, অমানুষিক কষ্ট স্বীকার করে, কাটা পড়লেন !

রেল পুলিশের,  আঙটিসম্রাটের 'লাশ',  'লাশকাটাঘরে' নেবার পথে,  এবং,  মড়িঘরে',   যে ঘরে, লাশ কেটে, 'শবব্যবচ্ছেদ' করা হয়, আঙটিসম্রাটের দুই হাতের সমস্ত আঙুলের, সমস্ত  দামি দামি আঙটিগুলো,  'খোয়া' গিয়েছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন