আবুল ফজল
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
১৬০২ সালে দাক্ষিণাত্য থেকে ফেরার পথে, যুবরাজ সেলিমের প্ররোচনায়, বীর সিং বুন্দেলা, আবুল ফজলকে হত্যা করেছিল।
তাতে আকবর শিউরে উঠেছিলেন !
আকবরের প্রধান মন্ত্রী, আবুল ফজল. আকবরনামা ও আইন-ই আকবর-ই, বই দুটির রচয়িতা।
আবুল ফজল যোদ্ধা্ও ছিলেন। তিনি দাক্ষিণাত্যে, মোগল বাহিনীরও নেতৃত্ব দিয়েছিলে।
আবুল ফজল যুবরাজ সেলিমের সিংহাসনে আরোহণের বিরোধিতা করেছিলেন।
আবুল ফজলের মুণ্ডচ্ছেদ করে, তার কাটা মুণ্ডটা, যুবরাজ সেলিমের কাছে পাঠানো হয়েছিল।