একটু আগে একজন একটা বইয়ের শর্টকাট রিভিয়োসমেত বইয়ের ছবি পোস্ট করল। সেখানে গিয়ে একজন কমেন্ট করে বসল 'কেউ গিফট দিলে অখুশি হবো না'।
বই বের করলে অনেকে সৌজন্য সংখ্যা পাওয়ার আশায় বসে থাকে। শুধু আশায় বসে থেকেই ক্ষান্ত হয় না। অনেক সময় সৌজন্য সংখ্যা দাবিও করে বসে।
এরকম হররোজ দেখতে পাচ্ছি। আরে ভাই, আপনি কোন চ্যাটের বাল (?) আপনাকে সৌজন্য সংখ্যা দিয়ে লেখকের তৃপ্তির ঢেকুর তুলতে হবে?
বাঙালি ফ্রিতে বই পাওয়ার এই দৈন্য দশা থেকে কবে বের হয়ে আসবে আল্লাহ জানে!