সনাতনি উদ্ভিদ যজ্ঞিডুমুর
প্রণব কুমার কুণ্ডু
ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন উদ্ভিদ যজ্ঞিডুমুর বা যজ্ঞডুমুর।
এটি খুব প্রাচীন ও পরিচিত ফলের উদ্ভিদ।
চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক দেশে যজ্ঞিডুমুরের ফল রপ্তানি হত।
অথর্ব বেদে যজ্ঞিডুমুরের ফলের ও কাঠের উল্লেখ আছে।
হিন্দুধর্মশাস্ত্রে পঞ্চপল্লবের মধ্যে যজ্ঞডুমুরের স্থান আছে।
যাগযজ্ঞে ডুমুরের ডাল ও পাতা ঘৃতাহুতিতে দেওয়া হত।
ফল সবজি হিসাবে ব্যবহৃত হয়।
অশ্বত্থ গাছের মতো ডুমুরও একটি ধর্মীয় গাছ।
অশ্বত্থ গাছ একজাতীয় ডুমুর জাতীয় গাছ।
ডুমুর সংস্কৃতে উড়ুম্বর।
ডুমুরের ফুল ডুমুর ফলের ভিতরে থাকে।
বাইরে থেকে তা দেখা যায় না।
ডুমুর দুই জাতের।
ছোট ডুমুর ( কাকোডুম্বরিকা - Ficus hispida )l
বড় ডুমুর বা যজ্ঞডুমুর বা যজ্ঞিডুমুর ( উডুন্বর - Ficus glomerata )l