তমোগুণ আর সত্ত্বগুণের কাজ
প্রণব কুমার কুণ্ডু
অজ্ঞান আলস্য জড়ত্ব অতিরিক্ত নিদ্রা প্রমাদ নির্বুদ্ধিতা প্রভৃতি তমোগুণের কাজ !
আর সত্ত্বগুণের কাজ ?
চিত্তের প্রসন্নতা স্বস্বরূপের অনুভব নিরতিশয় সন্তোষ তৃপ্তি আহ্লাদ পরমাত্মানিষ্ঠা অমানিত্ব নিয়ম প্রভৃতি নিয়ম যম ইত্যাদি শ্রদ্ধা ভক্তি মুমুক্ষুতা দৈবী অনুভূতি অসদাচারণ ত্যাগ প্রভৃতি সত্ত্বগুণ থেকে উৎপন্ন হয় ! এগুলি শুদ্ধ সত্ত্বগুণের কাজ !
সূত্র : স্বামী বেদান্তানন্দ অনুদিত শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি !