শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

তমোগুণ আর সত্ত্বগুণের কাজ


তমোগুণ আর সত্ত্বগুণের কাজ












প্রণব কুমার কুণ্ডু



অজ্ঞান  আলস্য  জড়ত্ব  অতিরিক্ত নিদ্রা  প্রমাদ  নির্বুদ্ধিতা  প্রভৃতি তমোগুণের কাজ !

আর সত্ত্বগুণের কাজ ?
চিত্তের প্রসন্নতা  স্বস্বরূপের অনুভব  নিরতিশয় সন্তোষ  তৃপ্তি  আহ্লাদ  পরমাত্মানিষ্ঠা  অমানিত্ব  নিয়ম প্রভৃতি  নিয়ম যম ইত্যাদি   শ্রদ্ধা ভক্তি  মুমুক্ষুতা  দৈবী অনুভূতি  অসদাচারণ ত্যাগ  প্রভৃতি  সত্ত্বগুণ থেকে উৎপন্ন হয় ! এগুলি শুদ্ধ সত্ত্বগুণের কাজ !

সূত্র : স্বামী বেদান্তানন্দ অনুদিত  শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি !

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

ফেসবুক ডট কম ( আট )





ফেসবুক ডট কম ( আট )


#
কালকে, ১৯/৪/২০২০ তারিখে, ফেসবুকে আমার স্মৃতিগুলি দেখার জন্যে, বিজ্ঞপ্তি ছিল !
কিন্তু কিছুক্ষণ বাদে, সেই স্মৃতিগুলির বিজ্ঞপ্তি এবং স্মৃতিগুলি উবে গেল !
ফলে স্মৃতিগুলির একটিও ফেসবুকের পাতায় শেয়ার করা গেল না !
ফেসবুককে জানালাম !
স্মৃতিগুলি বিজ্ঞপ্তিসহ কি আবার দেবেন ?
ধন্যবাদ !
প্রণব কুমার কুণ্ডু।
২০/৪/২০২০।
#
#
#

প্রণব কুমার কুণ্ডু

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ফেসবুক ডট কম ( সাত )





ফেসবুক ডট কম ( সাত )












প্রণব কুমার কুণ্ডু



ফেসবুক ডট কম !
অনুগ্রহ করে বইপোকার কোন বিজ্ঞপ্তি দেওয়ার বিজ্ঞাপন দেওয়ার বিজ্ঞাপিত বার্তা দেওয়া বন্ধ করুন !
নমস্কার !
প্রণব কুমার কুণ্ডু।



বইপোকারা




প্রণব কুমার কুণ্ডু



বইপোকারা
অনেকেই
সত্যিই পোকা !


খোকা
এবং 
বোকা !


তারা আবার
কেউ কেউ
দেয় ধোঁকা !








সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস ( দুই )


করোনা ভাইরাস ( দুই )
#
#
প্রণব কুমার কুণ্ডু
#
#
যতই যা বলো
যতই বাড়ির বাইরে বেরলে নাকে-মুখে পট্টি বাঁধো
রাস্তায় অন্য লোকদের থেকে আন্তত ১৩ ফুটের দূরত্ব রাখো
হাত বারেবারে সাবান দিয়ে কব্জি পর্যন্ত ধোও !
#
#
তোমার শরীরের ইমিউনিটি সিস্টেম যথাযথ কার্যকারী না থাকলে
পুরোপুরি সফলতার সম্ভাবনা কম !
আর শরীরে রক্তাল্পতা থাকলে
রক্তের শ্বেত-কণিকার
ফ্যাগোসাইটিক য়্যাকশন থেকেও সুরক্ষা কম পাবে !
#
#
ডিটারজেন্টের বেশি ব্যবহারে
হাতের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে !
#
#
অত বারেবারে হতে সাবান দিয়ে হাত ধুচ্ছ
হাতে-নখে ফাংয়াল ইনফেকশনের সম্ভাবনা বাড়বে !
আর সাবানের সঙ্গে গরম জল দিয়ে হাত ধোওয়ার কথা কেউ বলছে না !
এখন অধিকাংশ সাবানেই ডিটারজেন্ট থাকে।
আগেকার কেমিক্যাল সোপ এখন বলতে গেলে পাওয়াই যায় না !
সেই সাবানে আগে অনেক উচ্চমাত্রায় টিএফএম থাকত !
কোথাও আবার কেমিক্যল সোপেও ডিটারজেন্ট মিশ্রিত থাকে !
#
#
ডিটারজেন্টের বেশি ব্যবহার
হাতের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে !
চামড়ার অসুখও দেখা দিতে পারে !
#
#
সবচেয়ে বড়ো কথা মনের জোর রাখো !
তোমার মনই তোমার আসল শক্তি।
মনের জোরেই ক্রাইসিস অতিক্রম করো !
#
#
গরম জলের বাষ্প নাক-মুখ দিয়ে ইনহেল করলে
করোনার ভাইরাস নাক-মুখ-গলায়-শ্বাসযন্ত্রে থাকলে
তা অকার্যকারী হবে !
করোনা ভাইরাস গরম জলের বাষ্পে
সুস্থিত অবস্থা্য় অটলভাবে থাকতে পারে না !
#
#
বেশ বড়ো গেলাস-ভর্তি বেশ উষ্ণ খাওয়ার জল
একটু একটু করে খানিকক্ষণ ধরে পান করলে
করোনা ভাইরাস অক্ষম হয়ে পড়বে !
দিনে বার তিনেক তুমি তা করতে পার !
#

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

রাস্তায় কুকুরের গু


রাস্তায় কুকুরের গু



আমাদের দেশে,  রাস্তায় রাস্তায় কুকুরের গু, যত্রতত্র পড়ে থাকে।
স্থানীয় মিউনিসিপ্যালিটির লোকজন তা পরিষ্কার করে না।
লোকে মাড়িয়ে মাড়িয়ে চলে যায়।
সারা রাস্তা ছড়ায়।
পরে শুখিয়ে যায়। ভাসমান হয়ে দিয়ে তা বাতাসে বাতাসে ভেসে যায়। প্রশ্বাসের সাথে তা শরীরে প্রবেশ করে।
তার থেকে করোনা ভাইরাস বা অন্যসব রোগ ছড়ানোর সম্ভাবনা কতটা প্রবল ?
আমাদের দেশে, ভারতবর্ষে,  রাস্তায় রাস্তায় কুকুরের গু, যত্রতত্র পড়ে থাকে।
স্থানীয় মিউনিসিপ্যালিটির লোকজন তা পরিষ্কার করে না।
মিউনিসিপ্যালিটিগুলো কি সেই ব্যবস্থা করতে পারেনা ?
পশ্চিমবঙ্গ সরকার আর কতদিন চোখ বুঁজিয়ে থাকবে ?

প্রণব কুমার কুণ্ডু



করোনা ভাইরাস


করোনা ভাইরাস



গত তিন মাসে হংকং-এ, দুটি কুকুর এবং দুটি পোষা বেড়ালের মধ্যে, করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে।

আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রোঞ্জ চিড়িয়াখানায়, একটি চার বছর বয়সি মালয় বাঘিনীর, যার নাম নাদিয়া,  করোনা ভাইরাস পরীক্ষায়,  পজিটিভ রিপোর্ট আসে।

বেলজিয়ামে একটি পোষা বেড়ালের করোনা দেখা গেছে !

Source : dailyprojonmo.com

আমাদের দেশে কুকুর-বেড়াল থেকে, করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কতটা প্রবল ?
মশা-মাছি থেকে ?
বাতাস মারফত ?
আর ইঁদুর-ছুঁচো, রান্না ঘরের বিভিন্ন ধরণের পোকামাকড়, আরশোলা ( তেলাপোকা ) প্রভৃতি থেকে ?

প্রণব কুমার কুণ্ডু

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

ফেসবুক ডট কম ( ছয় )


ফেসবুক ডট কম ( ছয় )

কিছু আরএসএস গোষ্ঠীভুক্ত অপাঙ্‌ক্তেয় অসভ্য ব্যক্তিরা

ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥(সাপোর্টারস্)💥

এর নাম নিয়ে

ভীষণভাবে আমাকে জ্বালাতন করে বিব্রত করছে !
আমি ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করব,  তাদের সবাইকে আমার ফেসবুক-এর পাতা থেকে মুছে দিন !

ধন্যবাদ !
প্রণব কুমার কুণ্ডু

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

পশ্চিমবঙ্গ সরকারের ও কেন্দ্রীয় সরকারের প্রতি


পশ্চিমবঙ্গ সরকারের ও কেন্দ্রীয় সরকারের প্রতি
সব্জির দাম বাড়ছে। ভালো সব্জিও পাওয়া যাচ্ছে না ! প্রান্তিক স্টেশনগুলো ষেমন লালগোলা, কৃষ্ণনগর.শান্তিপুর গেদে প্রভৃতি থেকে 'সব্জি স্পেশাল', ট্রেন চালানো হোক ! ভোরের দিকে ছাড়বে, সমস্ত স্টেশন ধরবে, শিয়ালদহ পর্ষন্ত চলবে ! বিকালের দিকে ফিরবে ! সমস্ত স্টেশন ধরবে ! সেই ট্রেনে কলকাতা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরবে ! ষেসমস্ত সব্জিবিক্রেতারা সকালের ট্রেনে আসবে, তারাও ঐসমস্তট্রেনে ফিরবে ! এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল কাটবে ! প্যাকেটের দুধও পাওয়া যাবে !
পশ্চিমবঙ্গ সরকারের ও কেন্দ্রীয় সরকারের ব্যাপারগুলোতে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত !
প্রণব কুমার কুণ্ডু