মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

বৌদ্ধধর্ম, জৈনধর্ম


বৌদ্ধধর্ম, জৈনধর্ম



   প্রণব কুমার কুণ্ডু                                                                                                 




প্রণব কুমার কুণ্ডু













প্রণব কুমার কুণ্ডু



বৌদ্ধধর্মকে পুরোপুরি বুঝতে হলে, বৌদ্ধধর্ম মূলত যে ধর্ম থেকে উদ্ভূত, সেই মূল ধর্মটিও, জানতে-বুঝতে হবে !

সেই মূল ধর্মটি জৈন ধর্ম !

জৈন সম্প্রদায় নাস্তিক !

জৈন সম্প্রদায়, নীতিবাদীও !
তারা ঈশ্বরের ধারণাকে অস্বীকার করে, কিন্তু আত্মা মানে !‌
আত্মা আবার অধিকতর পূর্ণতার অভিব্যক্তির জন্য, ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে !

আত্মার সেই চেষ্টা করার কি ক্ষমতা আছে ?

জৈনধর্ম এবং বৌদ্ধধর্ম, উভয় ধর্মই অবৈদিক !

তৃতীয় আর একটি সম্প্রদায়, যদিও বৈদিক, কিন্তু সেই সম্প্রদায়টি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না !
তারা বলে, বিশ্বজগতের সব কিছুর জনক-জননী, পরমাণু এবং পরমাণুর ইলেকট্রন ; অর্থাৎ প্রকৃতি !


* অবলম্বন : স্বামী বিবেকানন্দ রচিত ' ভগবান বুদ্ধ ও তাঁর বাণী '।