পঞ্চত্ব ( গদ্যরচনা )
পঞ্চত্ব ! পাঁচের ভাব। পঞ্চভূতে পরিণতি। ওটা মৃত্যু। [ পঞ্চন্ শব্দ + ত্ব ভাবার্থে। সং ; ক্লী। ]।
আমাদের শরীর ক্ষিতি আপ্ তেজঃ মরুৎ ব্যোম, এই পঞ্চভূতে ভেঙ্গে যাওয়া।
পঞ্চত্বপ্রাপ্ত। পঞ্চত্বকে প্রাপ্ত। মৃত।
পঞ্চত্বপ্রাপ্তি। মৃত্যু।
পরে আরো সূক্ষ্মতায় তা পঞ্চ তন্মাত্রে পরিণত হবে।
সেগুলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ।
তারপরে?
তারপরে ঐগুলি কারণের করণসত্তায় গৃহীত হবে ।
ফের পুনর্জন্মে ঐগুলি প্রস্ফুটিত হবে।
ফের পুনর্জন্মে ঐগুলি প্রস্ফুটিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন