শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

দু'হাজারি নোট, গান্ধিজি, নেতাজি, শ্যামাপ্রসাদ, প্যাটেল, জওহরলাল এবং আমি


দু'হাজারি নোট, গান্ধিজি, নেতাজি, শ্যামাপ্রসাদ, প্যাটেল, জওহরলাল, এবং আমি


দু'হাজার টাকার নোট, unimpressive note.

গান্ধিজিকে, কে বা কারা 'মহাত্মা' বানিয়েছেন, আমি জানি না।

কেউ জানলে জানাতে পারেন !

দু'হাজার টাকার নোটের, সামনের দিকে, গান্ধিজির ছবি, অন্য দিকে,  গান্ধিজির একটি চশমা !

গান্ধিজির চশমায়, কেন্দ্রীয় সরকার, তাদের, স্বচ্ছ ভারত মিশন-এর  বিজ্ঞাপন দিয়েছেন !

দু'হাজার টাকার নোট, ভাঙ্গাতে পারছি না !

শুধু শুধু, ব্যাঙ্ক ঐ নোটগুলো গছিয়ে দিল !


কেউ চাইলে, তিনি তাঁর শোবার ঘরে, বসবার ঘরে, বারান্দায়, রান্না ঘরে, বাথরুমে, গান্ধিজির ছবি রাখতেই পারেন !

কিন্তু টাকার ওপর ?

গান্ধিজির পরিচিতি আমি জানি।

গান্ধিজি ছিলেন, pro-muslim, anti Patel, anti Subash, anti Shamaprosad.

অল্প বয়সি মেয়ে/মেয়েদের নিয়ে,গান্ধিজির experiment-এর কথা, আমরা জানি !

গান্ধিজিকে এখনো অত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন ?

উনি তো কোথাও গেলে, মহিলাদের কাঁধে হাত রেখে চলতেন !

ছাগলের দুধ খেতেন !

তিনি তো ছিলেন, জওহরলালের, উষ্ণ সমর্থক !

Mr. Patel-কে, প্রধানমন্ত্রী হতে না দেওয়া !

প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে, জওহরলালকে সমর্থন করা !

                                                                        লেখক
     














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন