দু'হাজারি নোট, গান্ধিজি, নেতাজি, শ্যামাপ্রসাদ, প্যাটেল, জওহরলাল, এবং আমি
দু'হাজার টাকার নোট, unimpressive note.
গান্ধিজিকে, কে বা কারা 'মহাত্মা' বানিয়েছেন, আমি জানি না।
কেউ জানলে জানাতে পারেন !
দু'হাজার টাকার নোটের, সামনের দিকে, গান্ধিজির ছবি, অন্য দিকে, গান্ধিজির একটি চশমা !
গান্ধিজির চশমায়, কেন্দ্রীয় সরকার, তাদের, স্বচ্ছ ভারত মিশন-এর বিজ্ঞাপন দিয়েছেন !
দু'হাজার টাকার নোট, ভাঙ্গাতে পারছি না !
শুধু শুধু, ব্যাঙ্ক ঐ নোটগুলো গছিয়ে দিল !
কেউ চাইলে, তিনি তাঁর শোবার ঘরে, বসবার ঘরে, বারান্দায়, রান্না ঘরে, বাথরুমে, গান্ধিজির ছবি রাখতেই পারেন !
কিন্তু টাকার ওপর ?
গান্ধিজির পরিচিতি আমি জানি।
গান্ধিজি ছিলেন, pro-muslim, anti Patel, anti Subash, anti Shamaprosad.
অল্প বয়সি মেয়ে/মেয়েদের নিয়ে,গান্ধিজির experiment-এর কথা, আমরা জানি !
গান্ধিজিকে এখনো অত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন ?
উনি তো কোথাও গেলে, মহিলাদের কাঁধে হাত রেখে চলতেন !
ছাগলের দুধ খেতেন !
তিনি তো ছিলেন, জওহরলালের, উষ্ণ সমর্থক !
Mr. Patel-কে, প্রধানমন্ত্রী হতে না দেওয়া !
প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে, জওহরলালকে সমর্থন করা !
লেখক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন